আগামী ৪ মার্চ থেকে শুরু হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ম্যাচের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
বাংলাদেশ থেকে টুর্নামেন্টে একমাত্র আম্পায়ার হিসেবে থাকছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ (সৈকত)।
এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জাহানারা আলমরা।
শরফুদ্দৌলা ইবনে শহীদ বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণকারী সাবেক ক্রিকেটার। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯৪ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন তিনি।
সৈকত ২০১০ সালে বাংলাদেশের দশম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। তিনি তার কাজে বেশ সুনাম কুড়িয়েছেন। ২০১৭ সালের নারী বিশ্বকাপেও আম্পায়ারিং করার দায়িত্ব পান তিনি।